মুমিন মুসলমানকে শিষ্টাচার ও চরিত্র অবশ্যই উন্নত করতে হবে

ইসলামিক ডেস্ক: ইসলাম একটি পরিপূর্ণ জীবনপদ্ধতি, যা সব দিক থেকে সকল মানুষের ব্যক্তিগত জীবনকে সুন্দর করে তোলে। এজন্য মুমিন মুসলমানকে শিষ্টাচার ও চরিত্র উন্নত করতে হবে। ইসলাম এ ব্যাপারে বিশেষভাবে গুরুত্বারোপ করেছে।

হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) (প্রকৃতিগতভাবে কথা ও কাজে) অশ্লীল ছিলেন না এবং (ইচ্ছাকৃতভাবেও) অশ্লীল ছিলেন না। আর তিনি বলতেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে তোমাদের মধ্যে সুন্দরতম চরিত্রের অধিকারী।’ সহিহ বোখারি : ৩৭৫৮

মানুষের আচার-আচরণ, স্বভাব-চরিত্র এগুলোর প্রতিফলন হয় কথা ও কাজের মাধ্যমে। কাজেই এসব বিষয়গুলি শরীয়ত মোতাবেক পরিচালিত হলে সমাজে সব সময় শান্তি ও সম্প্রীতি বিরাজ করে। ইসলামের শিক্ষা হলো, একজন মুমিন অপর মুমিনের বন্ধু ও অন্তরঙ্গ সাথী। জীবন চলার পথে সব অঙ্গনে তারা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ।

আল্লাহতায়ালা আমাদের সকলকে সচ্চরিত্রবান হয়ে চলার তওফিক দান করুন। আমিন।