বাকৃবি প্রতিনিধি:হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন (রানু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ..... রাজিউন)। রবিবার (২৯ জানুয়ারি) সকাল এগারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মো. সাঈদুর রহমান।

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। কেন্দ্রীয় মন্দির কমিটি ও সনাতন সংঘের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ওই পূজা উদযাপন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সকাল আটটায় প্রতিমা স্থাপন এবং সাড়ে ৮ পূজার কার্যক্রম শুরু হয়। এসময় পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মন্ত্র পাঠের মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ছয়টায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে।

অঞ্জলী শেষে ‘শ্রী শ্রী বাণী অর্চনা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সনাতন সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক সাক্ষ্যজিত সাহার সঞ্চালনায় এবং বাকৃবি কন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. গোপাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য। এছাড়াও আলোচনা সভায়  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলীসহ বিশ্ববিদ্যালয়ের হিন্দুধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, 'স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান আহরণের জায়গা। এখানে জ্ঞান বিতরণ হচ্ছে এবং সেই আরোহিত জ্ঞান আমাদেরকে সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে। এই সরস্বতী পূজার মাধ্যমে আবারো শিখি কীভাবে সমাজ গড়তে হবে। সরস্বতী হলো বিদ্যার দেবী। আমাদেরকে সকল প্রকার অন্যায়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত একটি সমাজ গঠন করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী সুন্দর সমাজ গঠনের জন্য একের পর এক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ করে যাচ্ছেন। যার জন্য বিশ্বে বাংলাদেশ একটি হানাহানিমুক্ত ও সাম্প্রদায়িকতামুক্ত দেশ বলে পরিচিত। এজন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষদের মিলিতভাবে কাজ করতে হবে।'

ক্যাম্পাস প্রতিনিধি:প্রচন্ড শীতে যখন চরম দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের মানুষ তখনই  রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পার্শ্ববর্তী ও অভ্যন্তরীণ দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষকরত্ন শেখ হাসিনা হল ছাত্রলীগের সভাপতি সাবেরী আনোয়ার।

আবুল বাশার মিরাজ, বাকৃবি:শীত এলেই ফুলে ফুলে নতুন সাজে সাজতে শুরু করে চিরসবুজের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ক্যাম্পাসের আনাচে কানাচে ভরে যায় বাহারি রঙের ফুলে।

এগ্রিলাইফ২৪ ডটকম:পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিএসটিইউ) বিসিএস ক্যাডার এসোসিয়েশনের উদ্যোগে বিসিএস (কৃষি) ক্যাডারের ৩৬ তম ব্যাচের কর্মকর্তা মরহুম মোরতবা আলী মানিকের স্মরণসভা এবং পরিবারের কাছে  আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান গত ২০ জানুয়ারি বিকাল ৪.০০ ঘটিকায় কেআইবি ক্যাফেটেরিয়ায় এসোসিয়েশন সহ-সভাপতি ড. মোহাম্মদ মহসীনের সভপতিত্বে অনুষ্ঠিত হয়।

এগ্রিলাইফ২৪ ডটকম:বাকৃবি'র সাবেক ডেপুটি লাইব্রেরীয়ান আলহাজ্ব একেএম বদরুদ্দোজা গত রবিবার (১৫ জানুয়ারী) সকাল আনুমানিক নয় ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বৎসর। তিনি তিন পুত্র, সাত কন্যা, জামাই-পুত্রবধু ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।