মোঃ গোলাম আরিফঃ পাবনা’য় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর Consortium for scaling-up climate smart agriculture in South Asia (C-SUCSeS)-প্রকল্পের আওতায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৭ মার্চ ২০২৫ সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, পৈলানপুর, পাবনা’র প্রশিক্ষণ হলে এ কর্মশালার আয়োজন করা হয়। ০১ দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মাজহারুল আনোয়ার, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, গাজীপুর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, Climate Smart Agriculture (CSA বা জলবায়ু-স্মার্ট কৃষি হলো একটি টেকসই কৃষি পদ্ধতি। যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সাহায্য করে। এটি তিনটি মূল লক্ষ্য নিয়ে কাজ করে। উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিকে জলবায়ুর পরিবর্তনজনিত প্রতিকূলতার জন্য সহনশীল করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ও চাষাবাদের মাধ্যমে গ্রীনহাউস গ্যাস কার্বন নিঃসরণ কমানো।
প্রধান অতিথি আরো বলেন, এই প্রকল্প দক্ষিণ এশিয়ার সরাসরি ৭৫০০ এবং পরোক্ষভাবে ৫০০০০ সুবিধাভোগী কৃষক পরিবার নিয়ে কাজ করছে। প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সঠিক চাষাবাদ পদ্ধতি, আধুনিক প্রযুক্তি, পানি সংরক্ষণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং অভিযোজনমূলক নীতিমালা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশে পাহাড়, সমতল, লবণাক্ত, চরসহ বিভিন্ন কৃষি অঞ্চলে ৬১টি প্রযুক্তি সনাক্তের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটি।
কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মোঃ রবিউল আলম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, গাজীপুর। এসময় মুক্ত আলোচনায় বক্তারা বলেন, পাবনা জেলায় বেড প্লান্টার, বিনা চাষ পদ্ধতি, স্ট্রিপ বা ফালি চাষ পদ্ধতি, সাথী ফসল, মিশ্র ফসল নিয়ে প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। পদ্ধতি গুলোর মাধ্যমে উৎপাদন খরচ কমে, ফলন বৃদ্ধি পায়, সেচ কম প্রয়োজন হয়, মাটির জৈব পদার্থ সংরক্ষিত হয়, রোগবালাই কম হয়। যার কারণে কৃষকের মাঝে জনপ্রিয় হচ্ছে পদ্ধতিগুলো। পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজনীয় যন্ত্রপাতির পর্যাপ্ত সরবরাহ ও যন্ত্র চালনায় দক্ষ জনবল নিশ্চিতের প্রতি গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনীয় প্রশিক্ষণ, অবহিতকরণ ও প্রচারণার বিষয়টিও সামনে উঠে আসে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ শামীম হোসেন মোল্লা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, পাবনা; কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা। স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এসোসিয়েট ফোকাল পয়েন্ট ও এসএসও ড. অপূর্ব কুমার চাকি। এসময় ফালি বা স্ট্রিপ চাষ পদ্ধিত, বিনা চাষ পদ্ধতি এবং সাথী ফসল চাষাবাদ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, এসসিএ, বিএসআরআই, বিএডিসি, এসআরডিআই, ডাল গবেষণা কেন্দ্র, বিনা, কৃষি বিপনন অধিদপ্তর, বিএআরআই, কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।