রমজানের পবিত্র আলোয় আস্থা ফিড ও ইব্রাটাস ট্রেডিং-এর ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

রাজধানী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্বের অনন্য মাস। এই মহান উপলক্ষকে ঘিরে আস্থা ফিড ও ইব্রাটাস ট্রেডিং যৌথভাবে আয়োজন করে ইফতার মাহফিল। ইব্রাটাস ট্রেডিং ও আস্থা ফিডের ব্যবসায়িক অংশীদার, খ্যাতিমান ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথি মিলে প্রায় ৭০০ ব্যক্তিবর্গ এতে অংশগ্রহন করেন।

আজ শনিবার, ৮ মার্চ ২০২৫, ঢাকার অভিজাত রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, নিকুঞ্জ-২, এয়ারপোর্ট রোডে এই মহতী আয়োজন অনুষ্ঠিত হয়। এক ছাদের নিচে সমবেত হন দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা, ব্যবসায়িক সহযোগীরা এবং গুণী ব্যক্তিরা, যাঁদের উপস্থিতিতে সন্ধ্যা হয়ে ওঠে আরও সৌহার্দ্যপূর্ণ ও অনুপ্রেরণাময়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক প্রাঞ্জল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকগণ বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিক উন্নতির এক অপূর্ব সুযোগ। ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনে সততা, নৈতিকতা ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। রমানাজাত পরিচালন করেন মাওলানা মো: আবুল কালাম আজাদ।

আস্থা ফিডের চেয়ারম্যান জনাব মোশাররফ হোসেন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন খান তাঁদের বক্তব্যে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, “রমজানের এই শিক্ষা আমাদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করবে। আমরা একসঙ্গে এগিয়ে যাব, একে অপরের পাশে থাকব, আর উন্নত ভবিষ্যৎ গড়ে তুলব।”

ইফতার শেষে অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, যা পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে তোলে।