কৃষিগুচ্ছের জিপিএ নিয়ম পরিবর্তনের দাবিতে বাকৃবি উপাচার্য বরাবর স্মারকলিপি

বাকৃবি প্রতিনিধিঃ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর কমানোর দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এই দাবিতে রবিবার (৯ মার্চ) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে তারা স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনার পর বিভিন্ন ব্যাচের পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পার্থক্যের ফলে জিপিএ নির্ধারণে অসঙ্গতি দেখা দিয়েছে। যেমন ২০২২ ব্যাচ ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিলেও, ২০২৩ ব্যাচ পুরো ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয়। অন্যদিকে, ২০২৪ ব্যাচের কিছু বিষয়ের নম্বর এসএসসি থেকে নেওয়া হয়েছে, যা তাদের জিপিএ তুলনামূলক বেশি করেছে। এতে আগের ব্যাচগুলোর তুলনায় তারা বিশেষ সুবিধা পাচ্ছে, যা অন্যদের প্রতি অবিচার।

শিক্ষার্থীরা দাবি করেন, ভর্তি পরীক্ষার মেধাতালিকা শুধুমাত্র পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি করা উচিত। যদি জিপিএ নম্বর সংযুক্ত করতেই হয়, তবে সেটি সর্বোচ্চ ১০-২০ নম্বরে সীমিত রাখা উচিত। ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো গ্রেড পয়েন্টের ভিত্তিতে নম্বর নির্ধারণেরও প্রস্তাব দেন তারা।

ময়মনসিংহ নটর ডেম কলেজের শিক্ষার্থী কাওসার বলেন, "একই ভর্তি পরীক্ষায় কেউ ৬৮ নম্বর পেয়ে চান্স পাচ্ছে, আবার কেউ ৭২ নম্বর পেয়েও সুযোগ পাচ্ছে না! এর মূল কারণ হলো জিপিএ নম্বর গণনার অসঙ্গতি। আমরা চাই, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় নাম্বার সিস্টেমের পরিবর্তে গ্রেড সিস্টেম চালু হোক।"