মোঃ গোলাম আরিফ: ১৪ জুলাই/২৫ সকাল ১০ ঘটিকায় বগুড়ার বনানীস্থ হর্র্টিকালচার সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর আয়োজনে খরিপ-২, ২০২৫-২৬ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা প্রণয়নে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-১ ২০২৫-২৬ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন কৃষিবিদ মোঃ ইসমাইল হোসেন, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া।
আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভায় চলতি আমন মৌসুমে উৎপাদন বাড়ানো, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, ডিএপি সারের ব্যবহার বাড়িয়ে ইউরিয়া সারের ব্যবহার কমানো, খামারি এ্যাপ্স এর মাধ্যমে সার সুপারিশ প্রণয়ন, আবহাওয়া বিবেচনায় ধানের ক্ষেত্রে ব্রি ধান১০০ এর উপরে জাতের ব্যবহার বাড়ানো, সর্বাধিক গুরুত্ব দিয়ে মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটি পরীক্ষার মাধ্যমে সার সুপারিশ প্রদান, তেল ফসলের চাষাবাদ অব্যহত রাখতে রিলে ফসল হিসেবে সরিষার আবাদ বাড়ানো, চাষী পর্যায়ে আধুনিক জাতগুলো সম্পর্কে সচেতনা বৃদ্ধি, ধানের রোগ বালাই প্রতিরোধে অনুমোদিত বালাইনাশক প্রয়োগ, বগুড়ায় অবস্থিত বেতারে (রেডিও) কৃষি ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করন ও কৃষিকথা ম্যাগাজিনে লেখা প্রেরণ এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের জেলা ও অঞ্চল পর্যায়ের কর্মকর্তা, বিএসআরআই, এসসিএ, বিএডিসি (সার ও কন্ট্রাক্ট গ্রোয়ার্স), বিজেআরআই, এসআরডিআই, মসলা গবেষণা কেন্দ্র, তুলা উন্নয়ন বোর্ড, ব্রি, বিনা, আঞ্চলিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপনন অধিদপ্তর, বারটান, সীড এ্যাসোসিয়েশন, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক, কৃষক প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।