আখ চাষে জীবাণু সারের ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ বরিশালে অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): আধুনিক পদ্ধতিতে আখ চাষে জীবাণু সারের গুরুত্ব ও ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় উপজেলার ক্ষুদ্র কাঠিতে বিএসআরআই এবং বিএআরসির উদ্যোগে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ। ডিএসবিএফ প্রকল্পের প্রকল্প ইন-চার্জ ড. খন্দকার মহিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন, প্রশাসন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরে আলম সিদ্দিকী এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসআরআই, বরিশাল উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গনপতি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিএসআরআইর জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ, কৃষক আব্দুস ছালাম প্রমুখ। প্রশিক্ষণে ৪০ জন আখচাষি অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জীবাণু সার ব্যবহারের ক্ষেত্রে ছত্রাকনাশক দ্বারা আখবীজ শোধনের ২ ঘন্টা পর ভালোভাবে পানিতে ধুয়ে নিতে হয়। আখ রোপণের পূর্বে একটি পাত্রে ২৫০ লিটার পানি নিয়ে তাতে ২ কেজি পরিমাণ জীবাণু সার মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নিতে হবে। তাতে সুস্থ, সতেজ ২ চোখ বিশিষ্ট আখবীজ আধা ঘন্টা ভিজিয়ে রাখা জরুরি। আখ রোপণের ৫০, ৮০ এবং ১১০ দিন পর হেক্টরপ্রতি ৩.৩৩ কেজি হারে তিনবার মোট ১০ কেজি জীবাণু সার আখের গোড়ায় মাটির ‘জো’ অবস্থায় প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। জীবাণু সার প্রয়োগের পর জমিতে অবশ্যই সেচ দেওয়া দরকার।