বাবুগঞ্জে আখ চাষ বিষয়ক মাঠ দিবসে বিএসআরআইর ডিজি

নাহিদ বিন রফিক (বরিশাল): আধুনিক পদ্ধতিতে আখ চাষে জীবাণু সারের গুরুত্ব ও ব্যবহার বিষয়ক মাঠ দিবস বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় উপজেলার ক্ষুদ্র কাঠিতে বিএসআরআই এবং বিএআরসির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।

ডিএসবিএফ প্রকল্পের প্রকল্প ইন-চার্জ ড. খন্দকার মহিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মুনির হোসেন, প্রশাসন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরে আলম সিদ্দিকী এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসআরআই, বরিশাল উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গনপতি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, বিএসআরআইর জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ, কৃষক আব্দুস ছালাম প্রমুখ। মাঠদিবসে অর্ধশতাধিক আখচাষি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগে জমি উর্বর ছিল। কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের কারণে এখন মাটির বুনট নষ্ট হওয়ার পথে। তাই মাটির স্বাস্থ্য ধরে রাখতে আখসহ অন্যান্য ফসল উৎপাদনে জৈব সারের পাশাপাশি জীবাণু সার ব্যবহার করা দরকার। এতে রাসায়নিক সারের পরিমাণ কম লাগবে। আর আখের ক্ষেত্রে গুড়ের গুণগতমান অটুট থাকবে। বাজারে এর চাহিদা বাড়বে। কৃষকরা হবেন লাভবান।