
বাকৃবি প্রতিনিধি:পরিবেশ সচেতনতা ও টেকসই উন্নয়নে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘গো উইথ আশরাফুল আলম’-এর প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম পেয়েছেন এনভায়রনমেন্ট ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ (পরিবেশ উদ্ভাবনী পদক ২০২৫) ।
রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনভায়রনমেন্ট ইনোভেশন সামিট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি ও ওয়াটারকিপারস বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, সবুজ উদ্ভাবন ও যুব নেতৃত্বে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মান জানানো হয়। নীতিনির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী ও তরুণ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিবেশবান্ধব উদ্যোগ জোরদারের আহ্বান জানায়।
‘গো উইথ আশরাফুল আলম’ প্ল্যাটফর্মের মাধ্যমে আশরাফুল আলম দীর্ঘদিন ধরে ভ্রমণ, এভিয়েশন ও প্রবাসী জীবনের অভিজ্ঞতার পাশাপাশি পরিবেশবান্ধব জীবনধারা, টেকসই ভ্রমণ, প্রকৃতি সংরক্ষণ এবং সচেতন নাগরিক হওয়ার বার্তা তুলে ধরছেন। সহজ ভাষা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে ভাবতে এবং দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করছেন।
সম্মাননা গ্রহণকালে আশরাফুল আলম বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে গল্প ও অভিজ্ঞতার মাধ্যমে মানুষকে সচেতন করাই তাঁর লক্ষ্য।
মিশন গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ডিজিটাল মিডিয়ায় পরিবেশ সচেতনতা তৈরিতে আশরাফুল আলমের ভূমিকা অনুপ্রেরণাদায়ী। তাঁর এই স্বীকৃতি পরিবেশবান্ধব কনটেন্ট তৈরির পথে আরও দায়বদ্ধভাবে কাজ করার প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।
























