ই
সলামিক নিউজ ডেস্ক: ফলমূল, শস্য কিংবা খাদ্য উৎপাদন এসব কেবল নির্দিষ্ট জাতি বা অঞ্চলের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য। আল্লাহর দেওয়া নিয়ামতগুলো পৃথিবীর প্রতিটি মানুষের অধিকার। তাই ইসলাম সব ধর্ম-বর্ণ-জাতির জন্য শান্তি ও কল্যাণের শিক্ষা দেয়।
পবিত্র আল কুরআনে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা মানবজাতির জন্য অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা আন‘আমের ৯৯ নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন—
“তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, অতঃপর আমরা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। সেখান থেকে বের করেছি সবুজ শাখা-প্রশাখা, আর তা থেকে উৎপন্ন করেছি ঘন দানার শস্য। খেজুর গাছ, আঙ্গুরের বাগান, জলপাই ও ডালিম, স্বাদ ও আকৃতিতে বিভিন্ন হলেও সবই আল্লাহর সৃষ্ট নিয়ামত। দেখো তাদের ফল যখন তা জন্মায় এবং পাকে—নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে তাদের জন্য, যারা ঈমান আনে।”
আবার সূরা আর-রাহমানের একাধিক স্থানে প্রশ্ন রাখা হয়েছে—
“তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?”
এই দুই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ মানবজাতিকে অগণিত খাদ্য, ফলমূল, শস্য, পানি ও জীবনের প্রয়োজনীয় সকল রিজিক দিয়ে ধন্য করেছেন। এগুলো কেবল পেট ভরানোর উপকরণ নয়, বরং মানবজাতির জন্য জীবনধারণের মূল শক্তি, কৃষি ও অর্থনীতির উন্নতির ভিত্তি, এবং সর্বোপরি ঈমান ও কৃতজ্ঞতার পরীক্ষা।
মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে তার প্রদত্ত অগণিত নিয়ামতের জন্য কৃতজ্ঞ হতে এবং হালাল ও সৎপথে রিজিক অর্জনের তৌফিক দিন।