পূর্বাচলে শুরু হচ্ছে ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো: আধুনিক প্রযুক্তির মহাসমাবেশ

এগ্রিলাইফ২৪ ডটকমঃ আজ ২০ ফেব্রুয়ারি থেকে বহুল প্রতীক্ষিত "১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শো" শুরু হতে যাচ্ছে । তিনদিনব্যাপী এই মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত, যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে, পূর্বাচল ঢাকায়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে অংশ নিতে পারবেন আগ্রহী দর্শনার্থীরা।

পোল্ট্রি বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির বিস্তারকে লক্ষ্য রেখে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) যৌথভাবে মেলাটি আয়োজন করছে।

এবারের মেলায় থাকছে ১৭৬টিরও বেশি কোম্পানি, ৮৪৫টিরও বেশি স্টল, ফুড কর্নার এবং আকর্ষণীয় কুকিং কন্টেস্ট। দর্শনার্থীদের সুবিধার্থে কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট থেকে সারাদিন ফ্রি শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

ওয়াপসা-বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমানবলেন, “বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে এগিয়ে নিতে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। এবারের মেলার মূল লক্ষ্যই হলো খামারিদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করা।”

আন্তর্জাতিক মানের এ পোল্ট্রি শোতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।