আর সি রাজশাহী সেন্ট্রাল এর রোটারির ১২০ বছরের যাত্রা পূর্তি উদযাপন অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ইন্টারন্যাশনালের ১২০ বছরের গৌরবময় যাত্রা পূর্তি উপলক্ষে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, বাংলাদেশ এর আয়োজনে আজ ২৩ ফেব্রুয়ারি রাত ৯ টায় একটি বিশেষ অনলাইন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রোটারিয়ান শিউলি হাসান। অনুষ্ঠানের মূল আলোচনা করেন রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম, আইপিপি, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল। তিনি রোটারির ১২০ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি প্রজেন্টেশন প্রদান করেন এবং এই উপলক্ষে একটি প্রবন্ধ প্রকাশ করেন।

ক্লাব ডিরেক্টর রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের অর্জনসমূহ তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, ক্লাবটি বিশ্বে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের সদস্যদের অন্তর্ভুক্ত করে এবং তাদের মধ্যে ১০০ জনকে আত্মনির্ভরশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মো. আতিকুর রহমান ক্লাবের সাম্প্রতিক অর্জনসমূহ তুলে ধরেন এবং রোটারির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ক্লাবের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। রোটারিয়ান মোহনা সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত মানুষদের মূলধারায় সংযুক্ত করার জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এছাড়া তিনি উল্লেখ করেন- গতকাল রোটারি বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিত হাফ ইয়ার মূল্যায়ন অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ভোকেশনাল ও কমিউনিটি সার্ভিসে অ্যাওয়ার্ড পেয়েছে, যা নিয়ে ক্লাবের সকল সদস্য গর্বিত। রোটারিয়ান শিউলি হাসান এই অর্জনের জন্য ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, বাংলাদেশ, রোটারি ইন্টারন্যাশনালের ১২০ বছরের এই গৌরবময় যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত। ক্লাবটি সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং রোটারির আদর্শ "সেবাই পরম ধর্ম" কে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের জীবন উন্নয়নে কাজ করে যাবে।