সিলেটে “আগামীর কৃষি: খাদ্য নিরাপত্তা অর্জনে টেকসই কৃষি ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফাহমিদা আক্তার: আজ ১৮ মে ২০২৫, রবিবার কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের আয়োজনে অত্র দপ্তরের সম্মেলন কক্ষে আগামীর কৃষি: খাদ্য নিরাপত্তা অর্জনে টেকসই কৃষি ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো. মনির হোসেন, সহযোগী অধ্যাপক, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। মুল প্রবন্ধের উপর আলোচনা করেন ড. মো: মাহমুদুল ইসলাম নজরুল, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা,বারি, আকবরপুর, মৌলভীবাজার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ফাহমিদা আক্তার, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কহিনুর বেগম,অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট, সিলেট। সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট।

সেমিনারে “আগামীর কৃষি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং কৃষিজমির পরিমাণ হ্রাসের প্রেক্ষাপটে আমাদের কৃষিকে কিভাবে টেকসই করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া কীভাবে আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনী ধারণা কাজে লাগিয়ে আমরা আমাদের কৃষি ব্যবস্থাকে অধিক উৎপাদনশীল, পরিবেশবান্ধব এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকারী করতে পারি সে বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

এ ধরনের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, প্রিসিশন এগ্রিকালচার, ভার্টিকেল ফার্মিং, রিজেনেরেটিভ এগ্রিকালচার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা আগামীর কৃষি অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

সেমিনার শেষে কৃষিকথার সর্বাধিক গ্রাহক সংগ্রহ করায় উপজেলা কৃষি অফিসার, ছাতক, সুনামগঞ্জ ; হবিগঞ্জ সদর, হবিগঞ্জ; মাধবপুর, হবিগঞ্জ; কানাইঘাট, সিলেট কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সেমিনারে এটিআই, এসসিএ, ডিএই, ব্রি, বারি, ডেম, বিএডিসি, বাংলাদেশ বেতার,সিলেট, বিনা, বারটান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানিত শিক্ষক, বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিক, কৃষকসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।