
এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেম-এর উদ্যোগে আয়োজিত “Application of Spectral Techniques and Machine Learning for Fertility, Mortality, Sex, and Structural Evaluation of Eggs” শীর্ষক সেমিনার আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ও University of Illinois Urbana-Champaign থেকে সদ্য পিএইচডি সম্পন্নকারী ড. মোঃ ওয়াদুদ আহমেদ।
তিনি তার গবেষণার আলোচনায় জানান, হাইপারস্পেকট্রাল ইমেজিং, এনআইআর স্পেকট্রোস্কপি, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা চতুর্থ শিল্পবিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি, যা কৃষিসহ সমাজের বিভিন্ন খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। তাঁর গবেষণায় তিনি দেখিয়েছেন কিভাবে ডিমকে অক্ষত রেখে ইনকিউবেশনের পূর্বেই ডিমের লিঙ্গ নির্ধারণ, উর্বরতা বিশ্লেষণ, ভ্রূণের মৃত্যুহার নিরূপণ এবং কাঠামোগত বৈশিষ্ট্য শনাক্ত করা যায়। যেহেতু এই প্রযুক্তিগুলো দ্রুত, নন-ডেসট্রাকটিভ এবং উচ্চ নির্ভুলতা সম্পন্ন তাই এগুলো শিল্প পর্যায়ে ব্যবহারের বিরাট সম্ভাবনা রয়েছে। কৃষি ও খাদ্যের গুণগতমান নিরূপণেও এর ব্যাপক ব্যবহারিক সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, “ডিমের ভিতরেই যদি আমরা উর্বর বা অনুর্বর ডিম চিহ্নিত করতে পারি, তবে দেশের পোল্ট্রি শিল্পে বিপ্লব ঘটবে এবং খামারি থেকে শুরু করে জাতীয় অর্থনীতি উভয়ই উপকৃত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, পরিচালক (শারীরিক শিক্ষা) অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, ডিন (এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট) অধ্যাপক মোঃ জাকির হোসেন এবং ডিন (এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন) অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























