এগ্রিলাইফ প্রতিনিধি: মৎস্য চাষে লক্ষ্মীপুরের মাছ চাষীরা দিনদিন এগিয়ে আসছে। তাদের জন্য এখন প্রয়োজন সঠিক কারিগরী নির্দেশনা। সেলক্ষে মাছ চাষের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক এক বিশেষ কারিগরি প্রশিক্ষণের আয়োজন করে। আজ মঙ্গলবার (৪ মার্চ) লক্ষ্মীপুর সদরের স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে মাছ চাষের আধুনিক পদ্ধতি, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন মোঃ আশরাফুল আলম (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিস ফিড টেকনিক্যাল) এবং কৃষিবিদ ভবেশ চন্দ্র রায় (টেকনিক্যাল ম্যানেজার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুর উদ্দিন ফয়সাল (এজিএম, ফিস ফিড সেলস অ্যান্ড মার্কেটিং), মোঃ হেলাল উদ্দিন (এজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং) এবং মোঃ আব্দুস সামাদ (আরএসএম, নোয়াখালী রিজিওন) সহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিরা মাছের সুষম খাদ্য, জলাশয়ের পরিচর্যা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিশষজ্ঞ মৎস্যবিদরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মাছ চাষীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আগত মৎস্য চাষী ও আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।