ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: গবাদিপ্রাণির জাত উন্নয়ন এবং বাংলাদেশকে প্রাণিজ প্রোটিনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে ব্র্যাকের উচ্চ কৌলিক গুণসম্পন্ন হিমায়িত সিমেন ব্যবহার করে উৎপাদিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর ও নওগাঁয় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত এসব বাছুর প্রদর্শনী মেলায় অত্র এলাকায় ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা গ্রহণকারী খামারিরা ব্র্যাকের সিমেন ব্যবহারে উৎপাদিত শাহিওয়াল ও হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাছুর নিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ব্র্যাকের এই বাছুর প্রদর্শনী আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। ব্র্যাকের সিমেন থেকে উৎপাদিত বাছুরের গুণগত মান নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগণ সন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত খামারিদেরকে গবাদিপ্রাণি লালন পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। ৬টি বাছুর প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী ৬০০ জন খামারিদের মধ্য থেকে সেরা বাছুরের জন্য সর্বমোট ১৫০ জন খামারিকে পুরস্কৃত করা হয়।

গবাদিপ্রাণির জাত উন্নয়নে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ দীর্ঘ ৩৮ বছর ধরে খামারিদের দোরগোড়ায় কৃত্রিম প্রজনন সেবা দিয়ে যাচ্ছে। দেশজুড়ে ব্র্যাকের চার হাজারের অধিক দক্ষ কৃত্রিম প্রজনন সেবাকর্মী এই সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন। ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ আয়োজিত বাছুর প্রদর্শনী মেলা গবাদিপ্রাণির জাত উন্নয়নে ব্র্যাকের প্রতিশ্রুতির প্রতিফলন।