শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে-সিকৃবি ভিসি

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সংস্কারকৃত টিএসসি ক্যাফেটেরিয়া উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নব-রূপে সাজানো ক্যাফেটেরিয়ার কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুলভ মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতেই এই ক্যাফেটেরিয়ার সংস্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার সরবরাহের জন্য, সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি খাবারকে সঠিকভাবে আলাদা করে রান্না ও সংরক্ষণ করা এবং পুষ্টিমান বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রধান প্রকৌশলী প্রফেসর মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংস্কারের পর টিএসসি ক্যাফেটেরিয়ায় আধুনিক রান্নাঘর, বসার স্থান, উন্নত নিরাপত্তা ব্যবস্থার সুবিধা যুক্ত করা হয়েছে।