শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা পলিপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) চাঁদবাড়িয়া মানিকদিপা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন শাজাহানপুর-গাবতলী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।
আড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম,বামুনিয়া সমবায় ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন,আড়িয়া ইউনিয়নের সহ-সেক্রেটারি আব্দুল ওহাব,শাজাহানপুর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের আহমেদ, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি আখতারুজ্জামান মানিক,ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আব্দুস সালাম সহ পলিপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, "মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে। সৎ মানুষ দেশের জাতীয় সম্পদ। তাই শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।"