বাকৃবি নিউট্রিশন ক্লাব ও মিশন গ্রিন বাংলাদেশের উদ্যোগে 'সবুজ প্রজন্ম' সেমিনার

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিউট্রিশন ক্লাব ও মিশন গ্রিন বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে 'সবুজ প্রজন্ম:জলবায়ু সহিষ্ণুতার জন্য কন্ঠস্বর' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।এই সেমিনারের মূল লক্ষ্য হলো তরুণদের শক্তি, সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে রূপান্তরমুখী সমাধানের পক্ষে সোচ্চার হওয়া।

আজ বুধবার (২৮জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে সকাল সাড়ে ৯টায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়।রেজিষ্ট্রেশন শেষে সকাল ১০টায় অংশগ্রহণকারীদের ছয়টি গ্রুপে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।সেমিনারে অংশগ্রহণকারীরা জেন্ডার সমতা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ মোট ছয়টি বিষয়ের ওপর পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্প ব্যবস্থাপক সোমা দত্ত।আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো.সাইফুল ইসলাম,ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের সহকারী অধ্যাপক মুনসান ফারজানা মোমী,মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সুলতানা জাহান,ধোবাউড়া উপজেলার মহিলা বিষয়ক অফিসার সাজেদা আরেফিন সহ ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন শেষে একটি কুইজ সেশনের আয়োজন করা হয়।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা ৬ জনকে পুরস্কৃত করা হয়। এরপর জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ময়মনসিংহ অঞ্চলের ওপর এর প্রভাব নিয়ে একটি প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় সেখানে সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক সোমা দত্ত বলেন, 'জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব বেশির ভাগ প্রভাব পড়ে নারী ও শিশুদের উপর।সরকার কাঠামোগত পরিবর্তন করবে কিন্তু আমাদের মূল দায়িত্ব হলো ব্যক্তি পর্যায় থেকে নিজেকে পরিবর্তন করা৷ জলবায়ু পরিবর্তন কাজ একক কোন ব্যক্তির কাজ নয় এটি একটি সম্মিলিত প্রচেষ্টা।'