"বিএস‌ভিইআর" বৈজ্ঞানিক সম্মেলন-সেরা গ‌বেষক ৯, সেরা লেকচারার ১

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে গবেষণায় অসামান্য অবদানের জন্য সেরা গ‌বেষক হিসা‌বে ৯ জন অধ্যাপক এবং সেরা লেকচারার হিসা‌বে ১ জন অধ্যাপক‌ সম্মাননা পে‌য়ে‌ছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশনস অ্যান্ড রিসার্চ (বিএস‌ভিইআর) এর আয়োজনে ওই এই সম্মাননা দেওয়া হয়।

গবেষণায় অসামান্য অবদানের জন্য বাকৃবির ৯ জন সম্মাননা প্রাপ্ত অধ্যাপক হলেন- প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন মন্ডল, সার্জারী ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুল হক, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মো. মঈনুদ্দীন, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. প্রিয় মোহন দাস ও অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম ও অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ ও অধ্যাপক ড. মোনজ মোহন সেন।

এছাড়াও বার্ষিক সেরা লেকচারার সম্মাননা পেয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

এসময় বিএসভিইআরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই সম্মাননা শিক্ষার্থীদের প্রতি আমার ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও গবেষণার প্রতি আগ্রহী করে তোলাই আমার প্রধান লক্ষ্য ছিল। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমি কৃতজ্ঞ যারা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছেন। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।