সমীরন বিশ্বাস:যে কোন ভাইরাস যখন এটি ফল ফসলে আক্রমণ করে তখন আর কিছুই করার থাকেনা। এজন্য বাগানী এবং কৃষক ভাইদের ভাইরাস রোগ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। পেঁপের মোজাইক ভাইরাস তেমনি একটি রোগ যার কারণে বাণিজ্যিকভাবে কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। আসুন এক নজরে জেনে নেই কি কারণে এ রোগ হয় এবং এর প্রতিকার কি?
আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশে সাধারণত এখন পর্যন্ত কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করা হয়। এ পদ্ধতিতে বছরে গাভী থেকে একটি বাচ্চা পাওয়া যায়। কিন্তু ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে বছরে ২৫-৩০ টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভ্রূণ উৎপাদন এবং প্রতিস্থাপনের মাধ্যমে কৃত্রিম প্রজননের তুলনায় অধিক সংখ্যক বাছুর উৎপাদন সম্ভব বলে জানান প্রকল্পের প্রধান গবেষক ড. নাসরীন সুলতানা জুয়েনা।
সমীরন বিশ্বাস:সঠিকভাবে আগাছা দমন করলে এ পোকার সংখ্যা হ্রাসে কীটনাশকের প্রয়োজন হয় না বলে রাসায়নিক দমন ব্যবস্থার পরামর্শ সাধারণত দেওয়া হয় না। তীব্র আক্রমণে ০.১ শতাংশ ফরমুলেশনের কীটনাশক ব্যবহার করা যেতে পারে। যা হোক, যতক্ষণ পর্যন্ত এ বিটল বিরাট পরিমাণে অর্থনৈতিক ক্ষতি সাধন না করছে, ততক্ষণ পর্যন্ত কীটনাশকের ব্যবহার পরিহার করা উচিত।
সমীরন বিশ্বাস:লাউয়ের পাতা সবুজ ও নরম। পুরুষ ও স্ত্রী ফুল যথাক্রমে রোপণের ৪২-৪৫ দিন এবং ৫৭-৬০ দিনের মধ্যে ফোটে। হালকা সবুজ রঙয়ের ফলের আকৃতি লম্বা (৪০-৪৫) এবং বেড় প্রায় ৩০-৩৫ সেমি.। প্রতি ফলের ওজন ১.৫-২ কেজি। প্রতি গাছে গড়ে ১০-১২টি ফল ধরে। চারা রোপণের ৬০-৭০ দিনের মধ্যে প্রথম ফল তোলা যায়। লাউ প্রধানত শীত মৌসুমের। শীতকালে ফলন বেশি। এটি উচ্চতাপ ও অতিবৃষ্টি সহিষ্ণু ফলে সারা বছরও জন্মানো যায়। বাংলাদেশের সব এলাকায় সারা বছরই এর চাষ করা যায় শীতকালীন চাষের জন্য ভাদ্রের প্রথমে আগাম ফসল হিসেবে চাষ করা যাবে।
সমীরণ বিশ্বাস: আলুর মড়ক/নাবী ধ্বসা (Late blight of potato) Phytophthora infestens নামক রোগটি ছত্রাকের আক্রমনে হয়ে থাকে। প্রথমে পাতা, ডগা, ও কান্ডে কিছু অংশ ঘিরে ফেলে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকলে ২-৩ দিনের মধ্যে জমির অধিকাংশ ফসল আক্রান্ত হয়ে পড়ে। ভোরের দিকে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মত ছত্রাক চোখে পড়ে। আক্রান্ত ক্ষেতে পোড়া-পোড়া গন্ধ পাওয়া যায় এবং মনে হয় যেন জমির ফসল পুড়ে গেছে ।
মৎস্যবিদ মোঃ রাশেদুজ্জামান :একজন মৎস্যবিদ হিসেবে আমার গুরুদায়িত্ব হলো দেশের প্রান্তিক মৎস্য খামারীদের সঠিক পরামর্শ দিয়ে তাদের পাশে থাকা। সেই ভাবনা থেকেই মনে হলো চলন্ত শীতকালে মাছের পরিচর্যা নিয়ে কিছু লিখি !