ইসলামিক ডেস্ক: মানুষ সামাজিক জীব। পরিবার থেকে সমাজ সবখানেই জীবনযাপনে আমাদের নানা কাজে জড়িত থাকতে হয়। যে কোনো কাজে সফল হতে হলে মানুষকে কখা আর কাজে মিল রাখতে হবে। অর্থাৎ এ দুটি বিষয় অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। অনেক সময় আমরা কাউকে ভালো কাজের কথা বলি নানা ওয়াজ নসিহত করি অথচ নিজে না মানি না। কোরআন ওহাদিছে এ ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।
ইসলামিক ডেস্ক: ধনী-গরীব মিলেই আমাদের এ সমাজ। সমাজে বিপদে-আপদে অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। সম্পদশালী ব্যক্তি তাঁর সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন। পবিত্র কোরআন ও হাদিছে এসব কথা অনেকবার বর্ণিত হয়েছে।
ইসলামিক ডেস্ক: সামাজিক জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র এ নিয়েই আমাদের চলতে হয়। আর জীবনযাপনকে সুশৃঙ্খল করার জন্য ইসলাম আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। পরিবারের একে অপরের অধিকারের প্রতি লক্ষ রাখার নির্দেশ দিয়েছে। কুরআনে নির্দেশ এসেছে- ‘তোমরা তাদের (স্ত্রীদের) সাথে উত্তম আচরণ করো।’ (সূরা নিসা-১৯) রাসূলুল্লাহ সা: বলেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম।’ (আবু দাউদ-৪৬৮২)
ইসলামিক ডেস্ক: ছোট হোক বা বড় হোক ভালো কাজকে তুচ্ছ মনে করতে নেই। এমন অসংখ্য ভালো কাজ আছে যেগুলো মানুষের দৃষ্টিতে ছোট তবে আল্লাহর কাছে অতি পছন্দনীয়। তাই ভালো কোনো কাজকেই ছোট করে দেখার সুযোগ নেই; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট থেকে ছোট যেকোনো কাজ নির্দ্বিধায় করে ফেলা বাঞ্চনীয় হোক সেটি মানুষের দৃষ্টিতে ছোট বা হালকা।
ইসলামিক ডেস্ক: হালাল উপায়ে ব্যবসা পরিচালনা একটি ইবাদত যার মাধ্যমে সওয়াব অর্জন করা যায়। তবে ব্যবসা করতে হবে সততার সঙ্গে। অসৎ পন্থায় ব্যবসা করা নিষেধ। অসৎ পদ্ধতিতে ব্যবসা করা হারাম। রাসুল (সা.) বলেন, ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদি ও শহিদদের সঙ্গে থাকবে।’ আর অসৎ ব্যবসায়ীর অবস্থান হবে ঘৃণিত। আফসোসের বিষয় হলো আমাদের সমাজে বর্তমানে সারাদেশে শহর থেকে শুরু করে গ্রামে পর্যন্ত এক শ্রেণির অপরাধী চক্র গড়ে উঠেছে। তারা খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে। ইসলাম খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আটকে রেখে কৃত্রিম সঙ্কট তৈরির মাধ্যমে অধিক মুনাফা অর্জনকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
ইসলামিক ডেস্ক: আমানতদারিতা একটি মহৎ গুণ। ইসলামে আমানতদারির গুরুত্ব অপরিসীম। আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘আর তোমরা জেনেশুনে নিজেদের আমানতের খিয়ানত করো না।’ (সূরা আনফাল-২৭) আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘একজন বিশ্বস্ত ফেরেশতা তা নাজিল করেছে।’ (সূরা আশ শুয়ারা-১৯৩)