AI কর্মীদের নিয়ে রাজশাহীতে প্রশিক্ষক কর্মশালার আয়োজন করলো ইউরো এগ্রোভেট লি:

এগ্রিলাইফ প্রতিনিধি: রাজশাহীতে ব্র‍্যাক-এর AI কর্মীদের নিয়ে ক প্রশিক্ষক কর্মশালার আয়োজন করে ইউরো এগ্রোভেট লি: । আজ মঙ্গলবার (২৬ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় নারিকেলবাড়িয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মশালায় কৃত্রিম প্রজননে নানা কারিগরী বিষয়াদির পাশাপাশি "আস্থা-এআই লিকুইড"-এর কার্যকারিতা ও বিশেষত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় ইউরো এগ্রোভেট লি: এর ডেয়রী এক্সপার্টরা বলেন, গাভীর জরায়ুর টার্গিডিটি উন্নত করার পাশাপাশি গর্ভাধারণে চমৎকার কাজ করে "আস্থা-এআই লিকুইড"। কৃত্রিম প্রজনন কর্মীরা সফলভাবে কৃত্রিম প্রজননে "আস্থা-এআই লিকুইড"-এর উপর নিশ্চিতভাবে ভরসা রাখতে পারেন বরে জানান ডেয়রি বিশেষজ্ঞরা।

কর্মশালায় উপস্থিত প্রত্যেক প্রজনন কর্মী প্রশিক্ষনার্থী "আস্থা-এআই লিকুইড"-এর কার্যাবলী ও গুণাগুণ খুুবই মনোযোগ সহকারে শোনেন এবং স্ব স্ব কর্মক্ষেত্রে খামারীদের স্বার্থে তা ব্যবহারের পরামর্শ প্রদান করবেরন বলে জানান।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগীতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ ভেটেরিনারি অফিসার ড. মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ।

দিনব্যাপি কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ইউরো এগ্রোভেট লি:-এর জোনাল সেলস্ ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, এরিয়া ম্যানেজার মোহাম্মদ রবিউল ইসলাম সহ আরো অনেকে।