দেশের দক্ষিণাঞ্চলে ডেয়রি শিল্পে উন্নত যান্ত্রিকীকরণ সম্প্রসারণে কাজ করবে ট্রেড গ্লোবাল লিমিটেড

রাজধানী প্রতিনিধি: দেশের দক্ষিণাঞ্চলে ডেয়রি শিল্পে উন্নত যান্ত্রিকীকরণ সম্প্রসারণে কাজ করবে ট্রেড গ্লোবাল লিমিটেড। এ লক্ষে ইউএসএআইডি অর্থায়নে পরিচালিত ফিড দ্য ফিউচার বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি এবং ট্রেড গ্লোবাল লিমিটেড-এর মধ্যে এক অংশিদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৫ মার্চ) ACDI-VOCA এবং Trade Global Limited এর মধ্যকার, যৌথভভাবে খামার যান্ত্রিকীকরণ ও উন্নয়ন বিষয়ক ২ (দুই) বছর মেয়াদি একটি বিশেষ প্রকল্পের উপর কার্যক্রম পরিচালনার নিমিত্তে ACDI-VOCA গুলশানস্থ অফিসে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সম্পাদন করে উভয় প্রতিষ্ঠান।

ACDI-VOCA-এর পক্ষে স্বাক্ষর করেন জনাব নূরুল আমীন সিদ্দিকী, কান্ট্রি চীফ, LAN Project এবং ট্রেড গ্লোবাল লিমিটেড-এর স্বাক্ষর করেন ট্রেড গ্লোবাল লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম রব্বানী।

চুক্তি অনুযায়ী ৯টি জেলার মধ্য হতে প্রাথমিকভাবে যশোর, খুলনা ও সাতক্ষীরায় ৩টি বিক্রয় ও সেবা কেন্দ্র স্থাপন করা হবে। যার মাধ্যমে ডেয়রি খামারের যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলিতে কৃষকদের অ্যাক্সেস বাড়াতে কাজ করবে উভয় প্রতিষ্ঠান। ডেয়রি খামারীদের জ্ঞান ও দক্ষতাকে শক্তিশালী করার পাশাপাশি খামার যান্ত্রিকীকরণে প্রযুক্তিগত ক্ষমতার অভ্যন্তরীণ কর্মী তৈরি এবং বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করতে দক্ষ স্থানীয় মেকানিক তৈরি করতে কাজ করবে ট্রেড গ্লোবাল লিমিটেড। এছাড়া কৃষকদের মাঝে প্রাণিসম্পদ এবং খামার যান্ত্রিকীকরণ সচেতনতা তৈরি করতে বিভিন্ন রকম প্রদর্শনী এবং মেশিন প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করা সহ কৃষকদেন জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করবে ট্রেড গ্লোবাল লিমিটেড।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উন্নত প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য এ ধরনের কার্যক্রম নি:সন্দেহে দেশ ও দশের জন্য একটি ফলপ্রসু উদ্যোগ বলে মনে করেন ডেয়রি বিশেষজ্ঞরা।