রাজধানী প্রতিনিধি: আরহাম এগ্রোভেট লিঃ-এ জেনারেল ম্যানেজার হিসেবে কাজে যোগ দিলেন ডা. তাপস কুমার ঘোষ। এর আগে তিনি সিনিল গ্রুপ-এর অঙ্গ প্রতিষ্ঠান ফার্মা এন্ড ফার্ম-এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে জেনারেল ম্যানেজার পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ঢাকার উত্তরায় আরহাম এগ্রোভেট লিঃ এর প্রধান কার্যালয়ে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ডা. নজরুল ইসলাম ডা. তাপস কুমার ঘোষ-কে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় কোম্পানীর অন্যন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাঃ তাপস কুমার ঘোষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ডিভিএম ডিগ্রী অর্জন করার পর মাইক্রোবায়োজলির ওপর মার্স্টার্স ডিগ্রী অর্জন শেষে কর্মজীবনে প্রবেশ করেন।
ফিড এডিটিভস্ দিয়ে ব্যবসার সূচনা হলেও আরহাম এগ্রোভেট লিঃ পোল্ট্রি, ডেয়রি, মৎস্য এবং পোষা প্রাণীর ভ্যাকসিন, নিউট্রিশনাল পণ্য ও এন্টিবায়োটিক দিয়ে অচিরেই বাজারে আসবে বলে জানান ডা. তাপস কুমার ঘোষ।
চাকরি জীবনে এনিম্যাল হেলথ্ সেক্টরে বেশ কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠানে হেড অব মার্কেটিং হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন ডা.তাপস। সর্বশেষ তিনি ফার্মা এন্ড ফার্ম-এ সেলস এন্ড মার্কেটিং বিভাগে জেনারেল ম্যানেজার পদে দায়িত্ব পালন করেন।
প্রান্তিক পর্যায়ে খামারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব ডা. তাপস ব্যক্তি জীবনে স্ত্রী, এক মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, খামারী, অ্যানিমেল হেলথ সেক্টরের সংশ্লিষ্ট কেমিস্ট, ড্রাগিষ্ট. কনসালটেন্ট. নিউট্রিশনিষ্ট সহ সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন ডা.তাপস।