এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান রফিক আহমেদ

রাজধানী প্রতিনিধি: এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন জনাব রফিক আহমেদ। চলতি মাসের পহেলা তারিখে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি সমগ্র বাংলাদেশে এভারেস্ট এগ্রোজেনিক্স কোম্পানীর বিক্রয় বিভাগের কর্মকান্ড পরিচালনা করবেন। সর্বশেষ তিনি এসিআই এনিমেল হেলথ্-এ ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

উচ্চতর ডিগ্রী অর্জন শেষে ২০০০ সালের ১ মে এসিআই লিমিটেডের অধীনে এসিআই এনিমেল হেলথ্-এ মার্কেটিং অফিসার হিসেবে তিনি পেশাগত যাত্রা শুরু করেন রফিক আহমেদ। এরপর এসিআই অ্যানিমেল সেক্টরে সেলস্, ব্যবসা পরিকল্পনা, কাস্টমার সার্ভিস এবং বাজার গবেষণা সহ পণ্য বিক্রয়ে ব্যাপক দক্ষতা অর্জন করেন।

অ্যানিমাল হেলথ্ সেক্টরে রফিক আহমেদ-এর রয়েছে সুদীর্ঘ ২৪ বছরের এক বর্ণাঢ্য ক্যারিয়ার। তার বিশাল এই অভিজ্ঞতা এভারেস্ট এগ্রোজেনিক্স-এর বিক্রয় বিভাগকে উন্নতির শিখরে নিয়ে যাবে বলে তা শুভাকাংখীরা আশা প্রকাশ করেন। তার অতুলনীয় অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্ব এভারেস্ট এগ্রোজেনিক্স লিমিটেডকে স্বপ্নের সিড়ি বেয়ে উচ্চতার শিখরে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সুধীজনেরা মনে করেন।

প্রান্তিক পর্যায়ে খামারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব রফিক আহমেদ নতুন কর্মস্থলে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, খামারী, এনিমেল হেলথ্ সেক্টরের সংশ্লিষ্ট কেমিস্ট, ড্রাগিষ্ট. কনসালটেন্ট. নিউট্রিশনিষ্ট সহ সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।