সফল ক্যারিয়ার গড়ুন SMS Feeds Limited-এ

এগ্রিলাইফ২৪ ডটকম: দেশের শীর্ষস্থানীয় মৎস্য, পোল্ট্রি ও ডেইরি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান SMS Feeds Limited তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কিছু দক্ষ, কর্মঠ ও উদ্যমী ব্যক্তিকে নিয়োগের আহ্বান জানাচ্ছে।

Marketing Executive/RSM পদে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মস্থল: মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, পিরোজপুর, হবিগঞ্জ ও রংপুর।

এছাড়া Technical Executive পদে ফিশারিজ বা ভেটেরিনারি সায়েন্সে স্নাতক (B.Sc.) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২–৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মস্থল: রাজশাহী, শরীয়তপুর (মৎস্য) ও কুমিল্লা (ভেটেরিনারি)।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনাসাপেক্ষে প্রদান করা হবে।

কর্মঠ, দায়িত্বশীল এবং পেশায় নিষ্ঠাবান প্রার্থীদের জন্য এটি দেশের অন্যতম প্রতিষ্ঠিত ফিড কোম্পানিতে ক্যারিয়ার গড়ার অসাধারণ সুযোগ।

আবেদন পাঠানোর ঠিকানা:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.