
বাকৃবি প্রতিনিধিঃবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসন সুবিধা উন্নত করতে ১০তলা একটি আধুনিক আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় এ ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। লিফটসহ আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ভবন নির্মাণে চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ৫৬০ টাকা।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান এবং কৃষি মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. মনির আহম্মেদ।
এ ছাড়া অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাম্মদ এনামুল হকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
























