
ইসলামিক ডেস্ক: পবিত্র রজব মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, তাওবা ও নৈতিক উন্নয়নের এক মহামূল্যবান সময়, যা মানুষকে খারাপ অভ্যাস ত্যাগ করে সৎপথে ফিরে আসার প্রেরণা জোগায়। এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় অন্তর পরিশুদ্ধ করা, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া এবং সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শপথ নতুন করে গ্রহণ করার শিক্ষা দেয়।
রজব মানুষকে আত্মসমালোচনার মাধ্যমে অন্যায়, দুর্নীতি, হিংসা ও অবিচার বর্জন করে মানবিকতা, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতার পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে। ব্যক্তি ও সমাজজীবনে নৈতিক চেতনার বিকাশ ঘটিয়ে এই মাস আমাদের মনে করিয়ে দেয় আত্মশুদ্ধি ছাড়া টেকসই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। তাই আসুন আমরা এই মাস থেকেই বেশি বেশি নেক আমল করি এবং মহান রাব্বুল আলামিসেনর নৈকট্য লাভে নিজেকে তৈরী করি।-আমিন
























