হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের আগমনে সকাল থেকেই মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রঙ্গিন কাগজ, আলোকসজ্জা ও ব্যানারে সেজে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। নবীন শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশের। বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষার্থীরা নবীনদের বরণ করে নেন ফুল ও কলম উপহার দিয়ে। নবীন শিক্ষার্থীদের উচ্ছাসও ছিলো চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। প্রধান অতিথির বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সততা ও ন্যায়ের পথে অটল থেকে নিজের ভবিষ্যতকে গড়ে তুলতে’।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা ও একুয়াকালচার বিভাগের প্রভাষক মো: আবু তালহা, সহকারী প্রক্টর ও এগ্রিকালচারাল কেমেস্ট্রি বিভাগের প্রভাষক মামুনুর রশীদ, সহকারী প্রভোস্ট (অস্থায়ী ছাত্রী হল) ও এনিম্যাল নিউট্রিশন বিভাগের প্রভাষক ডা: জাকিয়া সুলতানা কলি, সহকারী প্রভোস্ট (অস্থায়ী ছাত্র হল) ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী, ডেপুটি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: বদরুল আমিন, এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

তিনদিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে “সফল যারা কেমন তারা” আয়োজনের বিশেষ বক্তা হিসেবে প্রথম দিন উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, দ্বিতীয় দিনের আয়োজনে উপস্থিত থাকবেন জেলা আনসার ও ভিডিপি অফিসের জেলা কমান্ড্যান্ট, মজিবুল হক এবং তৃতীয় দিনের আয়োজনে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার, মোছাঃ ইয়াছমিন খাতুন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পাঠ্যক্রম, পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি, আবাসিক হলের সুবিধা, গ্রন্থাগার ও আইটি সেবা, গবেষণা কার্যক্রম, শৃঙ্খলা বিধি এবং শিক্ষার্থী কল্যাণমূলক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।