রাজধানী প্রতিনিধি: "ফ্রেশ ফিড" ব্যবহারে সমৃদ্ধি আসুক খামারে", এই স্লোগান নিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে "ফ্রেশ ফিড"। ফ্রেশ হল মানুষের জন্য একটি আস্থার জায়গা। আজ ফ্রেশ একটি প্রতিষ্ঠান থেকে ৫০ টি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফ্রেশ-এর পণ্য পুরো বাংলাদেশ ছড়িয়ে রয়েছে। আমরা চাই আমাদের অন্য প্রোডাক্টের মত ফ্রেশ ফিড দেশের প্রতিটি প্রান্তে "ফ্রেশ ফিড"-কে ছড়িয়ে দিতে কাজ করছি।
কথাগুলো বলছিলেন, United Feeds Ltd-এর এজিএম (সেলস্ এন্ড মার্কেটিং) এস এম ইব্রাহীম সরকার। তিনি বলেন, "ফ্রেশ ফিড" আইটেমের মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার, সোনালী ও ক্যাটেল ফিড। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত মানসম্পন্ন। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, আমাদের রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সয়াবিন মিল-এর উৎস। ফ্রেশ কোম্পানির এই নিজস্ব হাইপ্রোটিন সয়ামিল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো বানানো হয়।
এছাড়া দেশের অন্যতম সেরা দক্ষ নিউট্রিশনিস্টদের মাধ্যমে "ফ্রেশ ফিড" ফর্মুলেশন প্রোডাক্টগুলো তৈরি হয়। "ফ্রেশ ফিড" উৎপাদনে রয়েছে উন্নত বিশ্বের সেরা সেরা সব প্রযুক্তির মেশিনারিজ-এর ছোঁয়া। উৎপাদনের পর প্রতিদিনের প্রতিটি জিনিসের মান যাচাই পূর্বক তারা বাজারে সরবরাহ করে থাকেন।
মাঠ পর্যায়ে নিয়োজিত টিম প্রতিনিয়ত তাদের প্রত্যেকটা ফার্মের রিপোর্ট বিবেচনা করে কাজ করছে। তাদের ফিডব্যাক অনুযায়ী আমাদের ম্যানেজমেন্টও সেভাবে কাজ করছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যে বেস্ট কোয়ালিটির পণ্য নিয়ে সার্বক্ষণিক বাজারে থাকবে "ফ্রেশ ফিড"।
বিপনণ করার জন্য নিজস্ব গাড়ি ও লজিস্টিক সাপোর্ট রয়েছে। তাদের দক্ষ টিম পণ্যগুলো অতি সহজে খামারীদের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে সদা প্রস্তুত। তাদের কাস্টমার সার্ভিসের প্রতিনিধিগণ সারা বাংলাদেশে সার্বক্ষণিক সেবায় নিয়োজিত রয়েছেন।
কারিগরী সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ: পোল্ট্রি ও ডেইরি: (০১৭১৩-০১৫৮৪৪, ০১৮৯৪-৯২১৯৫৬), মৎস্য বিষয়ক (০১৩২৪-৪৩৬৫৪৫, ০১৩২৪-৪৩৬৫৪৪) এবং মার্কেটিং (০১৭১৩-১৪৮৩১১)