ফ্রেশ ফিড-এর "বিফ মাস্টার" গরু মোটাতাজাকরণ খামারীদের আস্থা অর্জন করেছে

রাজধানী প্রতিনিধি: "ফ্রেশ ফিড" দীর্ঘদিন যাবত পোল্ট্রি, ক্যাটেল এবং ফিশ ফিড বাজারজাত করে আসছে। দেশে গরু মোটাতাজাকরণ খামারীদের কথা বিবেচনায় কোম্পানিটি তাদের জন্য "বিফ মাস্টার" ব্র্যান্ডে একটি ফিড বাজারজাত করছে। এটি ইতিমধ্যেই খামারি ও পরিবেশকদের মাঝে ব্যাপক আস্থা অর্জন করতে পেরেছে।

এ বিষয়ে ফ্রেশ ফিড-এর সিনিয়র এজিএম ডা: মো: মাহফুজুর রহমান এগ্রিলাইফের এ প্রতিনিধিকে বলেন "বিফ মাস্টার" ফিড ব্যবহারে অধিক মাংস উৎপাদন নিশ্চিত হয় এবং খামারিরা তাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারে। এ ছাড়া নিরাপদ ও মানসম্পন্ন মাংস উৎপাদনে "বিফ মাস্টার" ফিডটি অতুলনীয়।

"বিফ মাস্টার" সকল প্রান্তিক খামারী এবং যারা বাণিজ্যিকভাবে বড়পর্যায়ে ক্যাটেল ফার্মিং অথবা গরু মোটাতাজাকরণ করছেন, তারা নিশ্চিন্তে "বিফ মাস্টার" ব্যবহার করতে পারবেন। খামারীদের জন্য কাঙ্খিত মাংস উৎপাদন এবং আর্থিক লাভের জন্য বিফ মাস্টার ফ্রেশের অনবদ্য সৃষ্টি।

"বিফ মাস্টার" বিপনণে একদল দক্ষ ও চৌকষ টিম খামারীদের সেবায় সার্বক্ষণিক সেবায় নিয়োজিত রয়েছেন। কারিগরী সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ: পোল্ট্রি ও ডেইরি: (০১৭১৩-০১৫৮৪৪, ০১৮৯৪-৯২১৯৫৬) এবং মার্কেটিং (০১৭১৩-১৪৮৩১১)