খুলনায় কপ ২৯ পরবর্তী মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাওসেড -এর উদ্যোগে আজ ০৭ ডিসেম্বর খুলনায় কপ ২৯ পরবর্তী মতবিনিময় ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়। কপ ২৯ -এ ক্লাইমেট জাস্টিস ফোরাম খুলনার পক্ষে অংশগ্রহণ করেন অ্যাওসেড এর নির্বাহী পরিচালক শামীম আরফীন, মীর রিফাত জাহান উষা এবং হেলেনা খাতুন। কপ ২৯ এ অংশগ্রহণ নিয়ে ক্লাইমেট জাস্টিস ফোরাম'র অভিজ্ঞতা বিনিময় এবং ফোরাম'র কার্যক্রম কে গতিশীল করা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার জন্য এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত দেন বক্তব্য ক্লাইমেট জাস্টিস ফোরাম এর বিভাগীয় সদস্য সচিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসর প্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।

অ্যওসেড এর নির্বাহী পরিচালক শামীম আরেফীন, হেলেনা খাতুন ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর রিফাত জাহান উষা কপ ২৯ এর অভিজ্ঞতা পাওয়ার পয়েন্ট উপস্হাপনের মাধ্যমে বর্ননা করেন।

মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে মতামত ব্যক্ত করেন ডেনিশ রিফিউজি কাউন্সিলের মোহাম্মদ সাইদুজ্জামান খান, বিমরাড এর গবেষণা কর্মকর্তা আফিফাত খানম রিতিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের প্রফেসর ড. কাজী মারুফুল ইসলাম।

উন্মুক্ত আলোচনার পর অ্যাওসেড এর নির্বাহী পরিচালক আগামী দিনে বাস্তবায়নের জন্য একটি ড্রাফট ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। মতবিনিময় সভায় উন্নয়ন কর্মী, শিক্ষক, সাংবাদিক প্রতিনিধিগনের পক্ষে ট্রিবিউনের হেদায়েত হোসেন, রুপান্তরের শাহাদাত হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আাসিফ আহমেদ, মাছরাঙা টেলিভিশনের মোস্তফা জামান পপলু,প্রথম আলোর আল এহসান, সাতরং মহিলা সংস্হার শিরিন সুলতানা, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, কলেজ শিক্ষক উত্তম দাস, ছিন্নমূল সংগঠনের আবুল হোসেন অংশগ্রহণ করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তুষার কান্তি রায়।