এগ্রিলাইফ২৪ ডটকম:তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলার আয়োজনে প্রতিটি উপজেলায় বালাইনাশক বিক্রেতাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল হাসান-এর উদ্যোগে, উপপরিচালক, মোঃ আশেক পারভেজ এর দিকনির্দেশনায় উক্ত জেলার ১২ টি উপজেলায় উপজেলা কৃষি অফিসারদের সার্বিক সহযোগিতায় ১০৭ জন পাইকারী বালাইনাশক বিক্রেতা, ১৩১২ জন খুচরা বালাইনাশক বিক্রেতা এবং ৬০ থেকে ৭০ জন কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার, বালাইনাশক লাইসেন্সিং পদ্ধতি, বালাইনাশক নাশকের বিভিন্ন আইন-কানুন, বালাইনাশক বিক্রিতে বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এছাড়া বালাইনাশক বিক্রিতে তাদের ভূমিকা, কোম্পানি কর্তৃক প্রাপ্ত অনুমতিপত্র মাধ্যমে বালাইনাশক বিক্রি নিশ্চিত করা এবং কোম্পানির প্রতিনিধিদের সঠিক মান নিশ্চিত করে তাদের বালাইনাশক বিক্রি, খুচরা ও পাইকারি বালাইনাশক ডিলারদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য এবং নতুন পণ্য বাজারজাতকরণ সময় অবশ্যই স্থানীয় উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা এবং ডিলারদেরকে সঠিক তথ্য দিয়ে বালাইনাশক বিক্রির প্রতি গুরুত্ব দেওয়া হয়।
প্রতিটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক মোঃ আশেক পারভেজ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “ফলন বৃদ্ধির জন্য বালাইনাশক একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এর অযথা ও অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ, প্রাণীকুল এবং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এখন সময় এসেছে বালাইনাশক ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করার।
তিনি আরও বলেন “সরকার এখন নিরাপদ কৃষি উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাই বালাইনাশক ব্যবহারের প্রতিটি ধাপে সচেতনতা ও প্রশিক্ষণ জরুরি। কৃষক, কৃষি কর্মকর্তা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পারব”।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল হাসান এবং সংশ্লিষ্ট উপজেলার উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসারবৃন্দ। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কারিগরি সেশন পরিচালনা করেন অতিরিক্ত উপপরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল হাসান।
সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলার উপজেলা কৃষি অফিসার, স্বাগত বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার এবং সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার।
উল্লেখ্য এই পদ্ধতিতে টাঙ্গাইলের ১২টি উপজেলায় মতবিনিময় সভা গত ১২/০৮/২০২৫ তারিখ ধনবাড়ি উপজেলা থেকে শুরু করে ০৬/১০/২০২৫ তারিখে টাঙ্গাইল সদর উপজেলা দিয়ে অত্যন্ত সফলভাবে শেষ হয়েছে। সচেতনতামূলক এ সভায় অংশগ্রহণকারী বিক্রেতাগণ অনেক উপকৃত হয়েছে বলে তারা জানিয়েছেন তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সভার আয়োজন করার জন্য তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।