
এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে “Experimental Data Analysis Using ‘R’ Software” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ড. কাজী এম. বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের ৫ম তলার কনফারেন্স রুমে শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশিক্ষণের উদ্বোধন করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে শেকৃবির গবেষকরা আধুনিক তথ্য-উপাত্ত বিশ্লেষণে আরও দক্ষ হবেন, যা গবেষণা ও শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রাশেদুল ইসলাম, শেকৃবির কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিন।
প্রশিক্ষণের সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম । সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালায় শেকৃবির বিভিন্ন অনুষদের ৪৩ জন অভিজ্ঞ শিক্ষক অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে গবেষণার পরীক্ষামূলক তথ্য বিশ্লেষণে ‘R’ সফটওয়্যারের ব্যবহার, ডেটা ভিজ্যুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্যাল মডেলিংসহ বিভিন্ন ব্যবহারিক বিষয় শিখানো হবে।
























