মো. সামছুল আলম: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন মন্ত্রণালয়ের প্রচার সেল খ্যাত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১.০০ টায় তিন পরিদর্শনে আসেন।
পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল ও সমৃদ্ধ করার জন্য কিছু দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে এই দপ্তরের প্রধান কাজ প্রচার-প্রচারণাকে আরো বৃদ্ধি করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাশাপাশি মন্ত্রণালয় ও এর অধীন সকল দপ্তর সংস্থার প্রচার- প্রচারণার কাজকে তথ্য দপ্তরের মাধ্যমে প্রচার করার উদ্যোগ গ্রহণের কথা ব্যক্ত করেন। এছাড়াও ব্যতিক্রমী গবাদিপশু-পাখি যেমন: গয়াল, গাড়ল ও কালো মুরগি লালন-পালন বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির পরামর্শ দেন।
দিকনির্দশনায় তথ্য দপ্তরের লাইব্রেরিতে ৬৪ জেলার তথ্য সমৃদ্ধ বইসহ অন্যান্য প্রয়োজনীয় বই সংরক্ষণ করার জন্য বলেন। তাছাড়াও তথ্য দপ্তরের শুন্য পদ পূরণ করার নিমিত্ত নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক (উপসচিব) উম্মে হাবিবা, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো.এনামুল কবীর, সিনিয়র সচিবের একান্ত সচিব, তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।