এগ্রিলাইফ২৪ ডটকম: আজ শনিবার (২৮ ডিসেম্বর) 'খুলনার ডুমুরিয়া পরিষদ সম্মেলন কক্ষে 'খুলনা জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় শোলমারী নদীর সাথে সম্পর্কিত বিল ও আবাসিক এলাকার জলাবদ্ধতা নিরসন' শীর্ষক প্রকল্পের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে গণশুনানি-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জলাবদ্ধ এলাকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যানগন, পানি সমবায় সমিতির প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তারা উপস্হিত ছিলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, খুলনার নির্বাহী প্রকৌশলী তাযকিয়া রহমান জলাবদ্ধ এলাকার উপর প্রণীত প্রকল্পের আলোকে পাওয়ার পয়েন্ট উপস্হাপনা প্রদর্শন করেন।
প্রধান অতিথি আল আরিফ বলেন, বর্তমান সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান যশোর ও খুলনার জলাবদ্ধতা বিষয়ে অবহিত আছেন। জলাবদ্ধ নিরসনে সম্ভব সব ধরণের সহায়তা ও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে যুগ্ম-সচিব আশ্বাস দেন। তিনি নদী ও খালের পানি প্রবাহ অব্যাহত রাখার জন্য সাধারণ জনগণের অংশগ্রহণের অনুরোধ জানান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. এ বি এম আব্দুল মোমিন, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, বিএডিসি'র নির্বাহী প্রকৌশলী জামাল ফারুক প্রমুখ জলাবদ্ধতা ও পানি অপসারণের কৌশল প্রসঙ্গে আলোচনা করেন।
সকল আলোচক অতিসত্বর পানি নিস্কাশন করে ফসল তথা বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের সহায়তা করার জন্য অনুরোধ করেন। কেশবপুর, মনিরামপুর, ফুলতলা, ডুমুরিয়া, বটিয়াঘাটা, তালার উপজেলা প্রশাসন, কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া খুলনা এর উপজেলা/জেলা কর্মকর্তাগন এবং সাংবাদিক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।