প্রযুক্তিগত উন্নয়ন ও গবেষণায় এক সাথে কাজ করবে BSMRAU এবং Maverick Innovation

এগ্রিলাইফ২৪ ডটকম:শিক্ষা ও গবেষণায় একটি যুগোপযোগী কার্যক্রম পরিচালনা ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে গাজিপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU) ও ম্যাভেরিক ইনোভেশনের মাঝে এটি লেটার অব এগ্রিমেন্ট (LoA) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে BSMRAU এবং ম্যাভেরিক ইনোভেশন মৎস্য সেক্টরে গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে একযোগে কাজ করবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-এর একাডেমিক কনফারেন্স রুমে বেলা ১২ টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়-এর মাৎস্য বিজ্ঞান অনুষদ।

BSMRAU-এর পক্ষে লেটার অফ এগ্রিমেন্টে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং Maverick Innovation-এর পক্ষে প্রতিষ্ঠাতা ও পরিচালক ড. কবির চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে BSMRAU-এর ভাইস চ্যান্সেলর বলেন, কৃষি শিল্পকে টেকসই করতে হলে টেকনোলজি ট্রান্সফার জরুরী। আজকের এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান পরস্পর পরস্পরের সাথে যোগসূত্রের মাধ্যমে কার্যকর অবদান রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAUদেশ-বিদেশে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। কার্যকর গবেষণার মাধ্যমে তারা সব সময় সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সহযোগিতামূলক গবেষণার মাধ্যমেই কৃষি ক্ষেত্রে সুফল বয়ে আনবে বলে মনে করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ম্যাভেরিক ইনোভেশনের সিইও ড. কবির চৌধুরী বলেন, Maverick Innovation সবসময় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়সমূহের সাথে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে চায়। এরই প্রেক্ষিতে আজকের এই অনুষ্ঠান। এর পূর্বে তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি গবেষণামূলক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। আগামীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের কৃষি শিল্পে একটি কার্যকর অবদান রাখতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, ম্যাভেরিক ইনোভেশনের সিইও ড. কবির চৌধুরী, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, ম্যাভেরিক ইনোভেশনের ম্যানেজার (গবেষণা ও উন্নয়ন) অংকন লাহিড়ী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।