দেশে সারের কোন সংকট নেই; পর্যাপ্ত সারের মজুদ আছে-কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাংগীর আলম চৌধুরী বলেছেন দেশে সারের কোন সংকট নেই। পর্যাপ্ত সারের মজুদ আছে৷ সারের দোকানে মনিটরিং জোরদার করার নির্দেশনা প্রদান করেন তিনি। কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রনোদনার সঠিক তদারকি করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন তিনি।

আজ নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃংখলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন যেসব জায়গায় সহিংসতার সম্ভাবনা আছে সেসব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে৷ নির্বাচনের আগে ও পরে নয় দিন আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক লোক মোতায়েন থাকবে।

উপদেষ্টা আরও বলেন মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির গুনগত মান কমে যাচ্ছে। একই সাথে কৃষি জমি নষ্ট করে ইটভাটাসহ অন্যান্য শিল্প কারখানা অব্যাহত থাকায় মাটির টপ সয়েল নষ্ট হচ্ছে যার ফকে সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কোন কৃষি জমি যেন অব্যবহৃত না থাকে সেদিকে সকলকে দৃষ্টি দিতে বলেন তিনি। একই সাথে কৃষিতে অভুতপূর্ব সাফল্যের জন্য কৃষিবিদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

মতবিনিময়কালে কৃষি কর্মকর্তাগণ সবজি ও ফল রপ্তানির জন্য প্যাকিং হাউজ, জৈব সারের ব্যবহার বৃদ্ধির জন্য প্রনোদনা প্রদান, প্রনোদনা ও পুনর্বাসন এর নাম বদলিয়ে কৃষি ত্রাণ ও পুনর্বাসন নামকরণের প্রস্তাব, কৃষকদের ন্যায মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদানসহ বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এসময় কৃষি কর্মকর্তাদের সার্বক্ষনিক মাঠে থাকার নির্দেশনা প্রদান করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। নরসিংদী জেলার পুলিশ সুপার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাব্বাহিনীর জেলা কমান্ড্যান্ট,সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।