এগ্রিলাইফ২৪ ডটকমঃ ব্যাগ সাপ্লায়ার খুঁজছে জাকস ফাউন্ডেশন; এ লক্ষে প্রতিষ্ঠানটি সাপ্লায়ারদের নিকট থেকে কোটেশন আহবান করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত সংযুক্ত (Terms of Reference) ToR- এ উল্লেখ করা রয়েছে। আবেদন বা প্রস্তাবনা পাঠানোর শেষ সময়: ২২/১২/২০২৪ ইং। আবেদন বা প্রস্তাবনা পাঠাতে হবে নির্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাট বরাবরে; This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. এই ইমেইলে ।
ব্যাগ সাপ্লায়ার এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত কর্মপরিধি
১.০ জাকস ফাউন্ডেশন সম্পর্কে
জাকস ফাউন্ডেশন পিকেএসএফ-এর আর্থিক সহায়তাপুষ্ট একটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এবং শুরু থেকেই গ্রামীণ ও নগর উন্নয়নে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে জড়িত। জাকস ফাউন্ডেশন তৃণমূল এবং সুবিধাবঞ্চিত নারী-পুরুষদের সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে যেমন ক্ষুদ্র ঋণ, সম্পদ বৃদ্ধি এবং দরিদ্র পরিবারের দারিদ্র্য দূরীকরণের জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার ও সম্পদ উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা, বৃক্ষরোপণ, স্যানিটেশন, সামাজিক সচেতনতা, প্রাণিসম্পদ বীমা, প্রশিক্ষণ ও অনুদান সহায়তা, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মসূচি, জলবায়ু, গ্রামীণ মাইক্রো এন্টারপ্রাইজ ইত্যাদি। বর্তমানে সংস্থাটি জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর এবং গাইবান্ধা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কার্যক্রম বাস্তবায়ন করছে।
সংস্থাটি ১৯৬১ সালের ‘স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ’ এর আওতায় নিবন্ধীকৃত একটি সংস্থা; যার নিবন্ধন নং: জয়-১৫০/৯, তারিখ ৫ এপ্রিল ১৯৯৫ খ্রিঃ। ১৩/০৮/১৯৯৭ খ্রিঃ-এ পিকেএসএফ এর পরিচালনা পর্ষদের ৭১তম সভায় সয়যোগী সংস্থা হিসেবে তালিকাভূক্ত হয়েছে এবং ১৯৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট এর আওতায় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, বাংলাদেশ কর্তৃক নিবন্ধীকৃত একটি সংস্থা; যার নিবন্ধন নং: এস-৯১৭০/২০০৯, তারিখ: ০৯/০৪/২০০৯ খ্রিঃ। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতে সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান; যার সনদ নং-০১৪২০-০১২২১-০০২৩১, তারিখ: ১৪/০৫/২০০৮ এবং যার প্রধান কার্যালয় ঠিকানাঃ সবুজনগর, জয়পুরহাট সদর, জয়পুরহাট।
২.০ ব্যাগ তৈরীর ক্ষেত্রে নিম্নোক্ত বিবেচ্য বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো-
ক্র. নং |
বিবেচ্য বৈশিষ্ট্যসমূহ |
সংখ্যা |
মন্তব্য |
০১ |
BackPack bag: Cloth: Comble Cat Fabrics, Color: Blue, Zipper: China, Runner: BMW Bag size : 17.5"x13" No. of pocket =06 Dust and water resistant 4 color logo print. |
২৯ টি |
ভ্যাট ও ট্যাক্স কর্তনযোগ্য |
৩.০ প্রতিষ্ঠান এর আইনী বৈধতা এবং প্রদেয় ডকুমেন্টস/নথি
- i) প্রতিষ্ঠানের বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে।
- ii) বৈধ ইনকাম ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে।
৪.০ প্রতিষ্ঠান নির্বাচন পদ্ধতি
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ দ্বারা নির্দেশিত Least-Cost Selection (LCS) পদ্ধতি অনুসারে প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।
৫.০ মূল্য পরিশোধ প্রক্রিয়া
উল্লেখিত পরিমাণ ব্যাগ সরবরাহ অন্তে বিলের চালান প্রদান সাপেক্ষে ভ্যাট, ট্যাক্স বাদে প্রতিষ্ঠানকে A/c Payee চেকের মাধ্যমে (কোন প্রকার এডভান্স পে দেওয়া হবেনা) অর্থ প্রদান করা হবে।