BSMRAU ও কৃষিবিদ সীড লিমিটেড-এর মধ্যে LoA স্বাক্ষরিত

এগ্রিলাইফ২৪ ডটকম: বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের উদ্ভাবিত উন্নত এবং হাইব্রিড বীজ চাষীদের পৌঁছে দেয়ার লক্ষে গাজিপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিবিদ সীড লিমিটেড-এর মধ্যে লেটার অব এগ্রিমেন্ট (LoA) স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ লেটার অফ এগ্রিমেন্টে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম. মুস্তাফিজুর রহমান ও কৃষিবিদ সীডের ম্যানেজিং ডাইরেক্টর কৃষিবিদ শরীফ মোহাম্মদ তসলিম রেজা।

এসময় কৃষিবিদ গ্রুপের সন্মানিত চেয়ারম্যান, প্রাক্তন যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ড. প্রফেসর আর আই সরকার, ডাইরেক্টর এইচ আর কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিষ্টার, ডাইরেক্টর রিসার্চ ডীন, বিভাগীয় প্রধানগন উপস্থিত ছিলেন।