এগ্রিলাইফ২৪ ডটকম: খুলনার একটি হোটেলের কনফারেন্স রুমে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বিইডিএস-বেডস) এর উদ্যোগে আজ সোমবার (৩০ ডিসেম্বর) সাসটেইনেবল এ্যাকোয়াকালচার ইন ম্যানগ্রোভ ইকোসিস্টেম (এসএআইএমই) এর ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বেডস এর ভাইস-চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। বেডস এর মনিটরিং এন্ড ইভভাল্যুয়েশন অফিসার মৌসুমী হালদার প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।
মৌসুমী হালদার বলেন, মে,২০২৪ সালে প্রকল্পটির কার্যক্রম শুরু হয়েছে এবং অক্টোবর ২০২৭ সালে শেষ হবে। তিনি প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্যভুক্ত দল ও এলাকা উল্লেখ করে বলেন, ১১৪ জন নির্বাচিত কৃষককে সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ০৭টি ম্যানগ্রোভ ও ফলের নার্সারী স্থাপনের মাধ্যমে আয়ের সুযোগ সৃষ্টি করে উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হচ্ছে।
প্রধান অতিথি প্রকল্পের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, উত্তম এ্যাকোয়াকালচার অনুশীলন করে মৎস্য চাষ করলে প্রতি হেক্টরে ফলন অনেক বেশি পাওয়া যাবে এবং মাছ রোগমুক্ত থাকবে বলেও মতামত দেন।
প্রকল্প ম্যানেজার কৃষিবিদ এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের জেলা মৎস্য অফিসার কৃষিবিদ ফারহানা তাসলিমা, কৃষিবিদ জি এম সেলিম ও কৃষিবিদ এ এস এম রাসেল, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মনিরুল মামুন, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরীর অফিসার তানভীর আকতার, বনজীবি সমবায় সমিতির সভাপতি কমলা গাইন প্রমুখ।
প্রকল্পের আওতায় কেওড়া ফলের মুখরোচক আচার, গোলপাতা গাছের রস হতে তৈরি গুড় ও অন্যান্য আয়বর্ধনমুলক কাজ করছেন বলে কমলা গাইন অভিমত ব্যক্ত করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের ৩টি উপ-দলে বিভক্ত করা হয়। সৃষ্ট উপদলের কাছে উত্তম এ্যাকোয়কালচার, ভ্যালু চেইন ও ম্যানগ্রোভ নার্সারীর জন্য অংশগ্রহণকারী সরকারী ও বেসরকারী প্রতিনিধিগন কিভাবে প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে পারবেন তার একটি তালিকা প্রস্তুত করা হয়।