
মো: আমিনুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সম্মেলন কক্ষে খরিপ-১/২০২৬-২৭ মৌসুমের মৌসুমের কর্মপরিকল্পনা নিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী । এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, বিসিআইসি সার ডিলার, কীটনাশক ডিলার, কৃষি উদ্যোক্তা ও অন্যান্য অংশীজন সভায় উপস্থিত ছিলেন।
সভায় উল্লিখিত জেলার খরিপ-১ মৌসুমের কর্মপরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপনায় বিস্তারিত আলোচনা করা হয়। এতে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ, কৃষি গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী, বিএডিসি, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএমডিএ, হর্টিকালচার সেন্টার, বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ, সুগারক্রপ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী, গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী, ফল গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকৌশল উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ ড. মো: ইয়াছিন আলী বলেন, কৃষিকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করতে হলে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কোনো বিকল্প নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল। আম, ধান, ভুট্টা, আঁখ, ডাল, তেলবীজ, পেঁয়াজ ও সবজি উৎপাদনে এ জেলার বিশেষ পরিচিতি রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টি, খরা ও উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য উন্নত ও স্বল্পমেয়াদি জাতের ফসল সম্প্রসারণ বাড়াতে হবে, যাতে খরা ও বৈরী আবহাওয়া মোকাবিলা করা যায় এজন্য মসলা, ডাল, তেলবীজ, ভুট্টা ও সবজি চাষ বাড়াতে হবে। বিশেষ করে আম চাষে করণীয় বিষয়ে বিশেষ দিক নির্দেশনা দেন ।
মাটি ও পানির সঠিক ব্যবস্থাপনায়, মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ও সুষম সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। মাঠপর্যায়ের কৃষকদের সমস্যা চিহ্নিত করে সমাধানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে কীটনাশকের ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে। তিনি আরো বলেন, একটি বাস্তবসম্মত, ফলপ্রসূ ও সময়োপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে, যা বাস্তবায়নের মাধ্যমে খরিপ-১/২০২৬–২৭ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকগণ আর্থিকভাবে লাভবান হবেন।
























