এগ্রিলাইফ২৪ ডটকম: বিশ্বের অনেক দেশের মত আমাদের দেশেও পোষা প্রাণী ও পাখি পালন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা পরিবর্তন , ক্রমবর্ধমান আয়ের মাত্রা বৃদ্ধি এবং কোভিড-১৯ মহামারী তে বাংলাদেশে আরও বেশি লোক পোষা প্রাণী ও পাখি পালন করেছে। এক সমিক্ষায় দেখা গেছে যে, গত ৫ বছরে বাংলাদেশে পোষা প্রাণী ও পাখি পালন প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
গত শুক্রবার (৬ ডিসেম্বর) এসিআই এনিমেল হেলথ এর সহযোগিতায় Bangladesh Small Animal Veterinary Association (BASAVA) কর্তৃক আয়োজিত পেট ভ্যাক্সিন, সফট টিস্যু সার্জারি ও ফেলাইন পেনলিউকোপেনিয়া গাইডলাইন এর উপর টেকনিকাল সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনের উদ্ভোধনী অনুষ্ঠানে BASAVA , DLS এবং ACI Animal Health এর কর্তা ব্যক্তিগণ বক্তব্য রাখেন উপস্থিত শতাধিক পেট প্র্যাক্টিশনার দের সামনে।
উদ্ভোধনী অনুষ্ঠান এর পর ACI Animal Health তাদের Pet Animal Vaccines (Biofel PCH, Biocan R & Canine DHPPL) এবং তাদের পেট প্রডাক্ট এর নতুন লাইনআপ থাইল্যন্ডের জনপ্রিয় ব্র্যান্ড Dr.Petz এর গ্র্যান্ড লঞ্চিং করে। যেখানে সব বয়স এর কুকুর ও বিড়াল এর জন্য ড্রাই ফুড, জেলি ফুড, আল্টিভাইট জেল, আইরোমিন ট্যাবলেট ও ড্রাই ফোম শ্যাম্পু সহ, পোষা প্রাণীর পূর্ণাঙ জীবন যাত্রার জন্য একটি কমপ্লিট সল্যুশন। Biofel PCH বিড়াল এর ফ্লু, Biocan R র্যাবিস বিড়াল এর জন্য অত্যন্ত কার্যকরী ভ্যাক্সিন।
প্রোডাক্ট লঞ্চিং এর পরে ACI Animal Health এর হেড অফ বিজনেস ডা. মো. আমজাদ হোসেইন, ন্যাশনাল সেলস ম্যানেরজার ডা. ফয়সাল ফেরদৌস দ্বীপ এবং প্রোডাক্ট ম্যানেজার মেমরি জাহান শিমু ACI Pet Care এর প্রোডাক্টস ও সার্ভিস নিয়ে আলোচনা করেন। সেমিনারে উপস্থিত Pet Practitioners দের প্রশ্নের উত্তর দেন এবং তাদের নিয়মিত ভ্যাক্সিন সরবরাহ করার অনুরোধ গ্রহণ করে সেই প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান এর এই পর্যায়ে Bioveta এর রিজিওনাল ডিরেক্টর ডা. রবার্ট কুন পেট ভ্যাক্সিন নিয়ে একটি কারগরী সেশন নেন। ACI Animal Health এর চীফ এডভাইজার ডা. মো. আ. ছালেক , ACI Animal Health এর পেট ভ্যাক্সিন ও পেট প্রোডক্ট এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন।