এজি এগ্রো'র আয়োজনে বগুড়ায় পোল্ট্রি, মৎস্য ও ক্যাটেল খামারিদের নিয়ে কারিগরী কর্মশালা

এগ্রিলাইফ২৪ ডটকম: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আয়োজনে বগুড়া রিজিয়নের পোল্ট্রি,মৎস্য ও ক্যাটেল খামারিদের নিয়ে অনুষ্ঠিত হলো যুগোপযোগী একটি কারিগরী কর্মশালা। অনুষ্ঠানে আলোচনার মূল বিষয়বস্ত ছিল শীতকালে ব্রুডিং ম্যানেজমেন্ট ও পর্দা ব্যবস্থাপনা। এই আলোচনার মাধ্যমে অত্র অঞ্চলের খামারিরা এ সম্পর্কিত বিস্তারিত জানতে পারেন এবং উপকৃত হন।

সোমবার (৯ ডিসেম্বর) এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর বগুড়া ডিপোতে অনুষ্ঠিত কর্মশালায় আলোচনা করেন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন, টেকনিক্যাল হেড এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মোঃ আশরাফুল আলম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিস ফিড টেকনিক্যাল।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক খামারিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে এ ওয়ান লগো সম্বলিত টি শার্ট, চাবির রিং সহ নানা উপহার প্রদান করা হয়।