দিনাজপুরে এজি এগ্রো' আয়োজনে শীতকালীন খামার ব্যবস্থাপনা শীর্ষক কারিগরী কর্মশালা

এগ্র্রিলাইফ২৪ ডটকম: এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আয়োজনে দিনাজপুরে শীতকালীন খামার ব্যবস্থাপনা শীর্ষক এক কারিগরী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শীতকালে মুরগী প্রতিপালন ও গবাদি পশুর যত্ন নিয়ে বিভিন্ন কারিগরি বিষয়াদি নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। প্রশিক্ষণ প্রদান করেন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন হেড অফ টেকনিক্যাল এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বুধবার (১১ ডিসেম্বর) দিনাজপুর সদরের ১৩ মাইল নামক স্থানে এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডিপোতে আয়োজিত এ কর্মশালায় এলাকার উল্লেখযোগ্য সংখ্যক খামারীরা অংশ নেন। অনুষ্ঠানে খামারিরা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শীতকালে মুরগি পালন বিষয়ে নিত্য নতুন ইনোভেটিভ কারিগরী বিষয়াদি জানতে পারেন এবং সে অনুযায়ী খামার ব্যবস্থাপনার দিক নির্দেশনা পান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল আলম এসিস্ট্যান্ট ম্যানেজার ফিস ফিড টেকনিক্যাল, ডঃ মোহাম্মদ বজলার রশিদ, প্রফেসর ফিজিওলজি ডিপার্টমেন্ট, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ ফুয়াদ বিন জাজ আরএসএম, এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দিনাজপুর রিজিয়ন, অভিজিৎ বিশ্বাস সেলস অফিসার, দিনাজপুর।