বরিশাল সদরে কৃষিসিনেমা কুইজ প্রতিযোগিতার আয়োজন

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় (১৪ ডিসেম্বর) কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে উপজেলার আমিরগঞ্জ বাজারে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন।

কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশিক্ষক মো. মিরাজুল ইসলাম, বরিশাল সদরের উপসহকারী কৃষি অফিসার মো. মনিরুজ্জামান এবং চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোসা. পারুল বেগম। কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় উপস্থিত দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ দেড় শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

ইউএসএআইডি এবং সিমিট বাংলাদেশের সিসা-এমইএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৮ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন-মো. আরিফুর রহমান, মো. সাইদুর রহমান, হনুফা বেগম, দেলোয়ার হোসেন, সুরাইয়া আক্তার, মো. মিজানুর রহমান খান, রাবেয়া সুলতানা এবং জান্নাতুল ফেরদৌসী।