এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ-এর উদ্যোগে ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা ডিজাইন রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়। সফল ফর আই ডব্লিউ আর এম- এর খুলনা অঞ্চলের ম্যানেজার কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।
কর্মশালার শুরুতে মোস্তফা নূরুল ইসলাম প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। প্রকল্প শেষে তিনি প্রকল্পের কর্ম এলাকায় কি ধরণের পরিবর্তন আসবে তা ব্যাখ্যা করেন। প্রধান অতিথি আরাফাত হোসেন বলেন, বাংলাদেশে কৃষির উন্নয়ন দৃশ্যমান। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ছোট ছোট খাল খনন করে এলাকার কৃষি ও মৎস্য চাষের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। আরও বেশি খাল খননের জন্য আরাফাত হোসেন সলিডারিডাডের কর্মকর্তাদের অনুরোধ করেন। খাল খনননের জন্য সম্ভব সব ধরণের সহায়তা করারও আশ্বাস দেন আরাফাত হোসেন।
কর্মশালায় পাওয়া পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ডুমুরিয়া উপজেলায় প্রকল্পের ইতিমধ্যে সম্পাদিত ও চলমান কার্যক্রম বিষয়ে ওয়াটার ক্লাস্টার অফিসার শুকলা মন্ডল ও মাইক্রো-ওয়াটারসেডের সুশাসন বিষয়ে ইউপি চেয়ারম্যানদের ভূমিকা এবং সেচের পানির নায্যতা বিষয়ে বাংলাদেশ সরকারের নির্দেশনা কর্মশালায় অবহিত করেন কৃষিবিদ ড. এস এম ফেরদৌস।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ফেরদৌসের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, সমরেশ মন্ডল, জহুরুল হক প্রমুখ।
ডুমুরিয়া উপজেলার ১০ জন ইউপি চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, মহিলা বিষয়ক, যুব উন্নয়ন, সমবায় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ মাইক্রে-ওয়াটারসেডের নির্বাহী কমিটির কৃষক প্রতিনিধিগন ও সলিডারিডাডের প্রোগ্রাম অফিসার সুব্রত রায়, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর অপর্ণা ও পলাশ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম ফেরদৌস।