নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে কুইজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসমা ইসলাম কেয়া এবং কৃষক দলের রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুইজের আয়োজন করায় দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কুইজ বিজয়ীরা হলেন : সুলায়মান খান, মোহাম্মদ মানিক হাওলাদার, স্বর্ণা, মো. সিফাত, মো. মুজিবুর রহমান খান, প্রান্তি সরদার, মো. রেদোওয়ান এবং আব্দুর রব।