নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীতে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট বাংলাদেশ) বরিশাল অঞ্চলের হাব ম্যানেজার হীরা লাল নাথ।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিমিট বাংলাদেশের গবেষণা ও উন্নয়ন সমন্বয়কারী মো. শহীদুল ইসলাম, কৃষি উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুজ্জামান, দুধল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় উপস্থিত দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে কৃষকসহ দুই শতাধিক দর্শক অংশগ্রহণ করেন।
ইউএসএআইডি এবং সিমিট বাংলাদেশের সিসা-এমইএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৭ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন- মো. মজিবর সিকদার, মো. দুলাল চৌকিদার, কনিকা রাণী, মো. বাপ্পি, লাভলী বেগম, রুবিনা আক্তার এবং মো. তাহের সিকদার।